বেছে বেছে ১৭ই নভেম্বর, সকাল ১০ টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এপিএম টার্মিনালসের সাথে চুক্তির তারিখ বেছে নেয়া হলো। এইদিনই সকাল ১১ টায় শেখ হাসিনার মামলার রায়। আবার আগেরদিনই পুলিশ দেখা মাত্র ককটেল বিষ্ফোরন বা আগুন দেয়া ব্যাক্তিকে গুলি করার নির্দেশ দিয়েছে।
যারা উচ্চকক্ষর পক্ষে আলাপ করছেন, পুলিশ সংস্কার নিয়ে চিন্তিত তাদের সকলেরই উচিৎ ছিল এগুলো নিয়ে কথা বলা। যেকোনো কিছু যাচাই-বাছাই করে, সময় নিয়ে চুক্তি দেশের স্বার্থ বিরোধী কিনা দেখা উচিৎ অথচ কত দ্রুততার সাথে চালাকি করে একই দিনে কাজ সেরে ফেলার চেষ্টা চলছে, সন্দেহ করবো না তো কী? যথেষ্ট আলাপ আলোচনার কোনো সুযোগই রাখেনি।
ছি অন্তর্বর্তী সরকার। ছিহ। কিছুই সংস্কার করলেন না, বরং সংস্কারের অজুহাতে নিজেদের ইচ্ছামত কাজ সম্পাদন করলেন। স্বৈরাচারীর চেয়েও বড়ো স্বৈরাচারী এই চালাকি।
